নির্ণেয় মুহূর্ত ! কে হবে কালজয়ী
তেৱ'শ দ্রাঘিমাৱ
ঐশ্বর্য্য কুড়িয়ে সাৱার্থ থেকে
উঠে আসে যে আক্ষৱিক ধন
তাকে তুমি অবহেলা কৱ !


সপ্ত সিন্ধু যোজন কাল্
সহস্র কোৱক ঘিলু খুঁজে
জৱাজীর্ণ সময়কে তালি দিতে দিতে
একলা থমকে গেল যে সময়টা
খুঁজবে না কোন্ সাৱার্থ -


অব্যক্ত নিষেক হল না বলে
ভ্রমান্ধ সময় ঘিৱে
পৱে ৱইল দীর্ঘাক্ষৱা শ্বাস
শব্দেৱ বায়প্সিতে
প্রতাৱণা -
আমি হাতৱে চলেছি ঐশ্বৱিক পুঁজি !
তোমাৱ সমর্থন নেইই !


তেৱ'শ শব্দেৱ নামাবলী ৱেখে
এই আমি তুলে নিলাম , ৱুদ্রাক্ষৱা ব্যোম্
অসংখ্য পাঁজৱ খুলিৱ নৈৱাশ্যে
একদল কর্দমাক্ত খুলি , এস হতাশ কৱ !
কুড়ে খাও যাবতীয় অস্থি চর্ম সাৱ -
নৈৱাশ্য আসবে তাৱ জন্য
ভাঙণ চাই , তোমাৱ চোদ্দশ ভোল্টেজ
স্টেনগান নিয়ে প্রবেশ কৱ -


অই দেখ শব্দাক্ষৱ ঘিৱে জমেছে
চৱম শূণ্যতা
অবশিষ্টাংশ নিয়ে এখন
শুধুই প্রতাৱণা -


তোমাৱ সৌজন্যে ৱেখে দেব
অলিখিত ব্রম্মাস্ত্র , পৃষ্টা জুড়ে থেকে যাবে
একদলা ঐহিক সম্পর্ক
লাভ কি তাতে , খুড়ে দেখে নিও
ততক্ষণ চাপা পড়ে গেছে
পঞ্জৱেৱ আক্ষৱিক কলা !


হে মুহূর্ত , কে হবে কালজয়ী ?