শূণ্য দিলে
ব্যাপ্তির গভীরতা কত?
অবস্থান ছাড়িয়ে,অস্তিত্ব ছাড়িয়ে,
স্থানাঙ্ক ছাড়িয়ে নামতে নামতে........
প্রশ্ন করতে হল
নিজের ছায়ার কাছে, অস্তিত্বকে বললাম
মৃত্যুর ঠিক আগে আমি
ঠিক কি হতে চাই ?
অবস্থানকে বললাম, আমার চতুস্পার্শে
টাঙিয়ে দেওয়া  
"নন স্টিকি" পোর্টেটে
সংখ্যায়নের ধারাবিবরণী
যেমন, সেটিং কতটা পরিপাটি হলে
প্রথম সারির,আবেদনের কতটা
উদ্দীপনামূলক,
ভ্রু ভঙ্গির কোন এঙ্গেলটা ঠিক
পারস্পরিক এটাচমেন্টের...........
সবটাই থাকবে নিখুঁত এক
নিয়মাবলীর মোড়কে
অদৃশ্য কুয়াশার মতো চাইলেই
দেখা মিলবে না অথচ
সময়,অস্তিত্ব, অবস্থান, মস্তিষ্ককে বলবে
"হটো তোমায় শূণ্য দিলাম "
অস্পৃশ্যতা লেগে যাবে চলা ফেরার
মূর্ত জীবনে , আছো অথচ নেই
হাঙরের ফাঁদের মত
পৃথিবীর কবাট বন্ধের আওয়াজ
পাবে শুধু। " দ্রাম ম ম "


আর শূণ্যের গভীরে তথৈবচ বাৎসায়নের
তা' আর নিখুঁত পর্ণো।