অন্তত বদলে দিস্
একগুয়ে পরিস্থিতিটাকে
বিমূর্ত পথ ধরে ঠিক তোকেই লক্ষ্যে রাখা
নিরেট অভ্যেসটাকে


বদলে দিস
স্থাণ করে রাখা নিভৃত হৃদয়টাকে
ধরা ছোঁওয়া ভুলে
মুছে দিস রক্তাক্ষরগুলো
যতিবিন্দু সেজে
কেড়ে নিস অপাপ বোধ সব


পথ চিরে চিরে পথেদের ঘরে
লঘু গুরু পথের উপর
রেখে দিস খানিক উত্তরীয়
চিনে নেবে আগত সম্ভব


থেমে যাক লেন দেন উৎসব যাপনের
যত আছে সাজানো গোছানো
উপদ্রুত হয়ে যাক আগোছাল্ সজ্জন
নিঁখুত সবটা থাক
মুখোশ সাজানো।


ফেলে দিস প্রযত্নের আয়োজন
ধূলোমাটি মানুষের টান
ওপড়ানো ক্ষতের উপর
রেখে দিস্ শুধু
আহত সন্তান