এক
------------------------
নেমে গেছে বধূ ,কতটা নেমেছে
ঘাটপাড় কোলাহল বেয়ে মাঠের ওপর,
নদীর ওপর
ছিপফেলা ভোরে প্রতিবিম্ব তার
ছায়া ভেবে মানুষ খুঁজেছে
এসে বসে প্রায়ই
হিজলের জলে বেড়েছে অবকাশ
ছায়াটিও পাল্লা যখন বেড়ে বেড়ে
আকাশ সমান,টলটলে হবে আরও
তিনরাত্র পর বেহিসেবী তাই
গিট খুলে নেমে গেছে জলে !


                 দুই
  -----------------------
ওভাবে তাকিও না সোনা,এলোথেলো মুখ
পিরামিড জেগে ওঠে দুর্ভিক্ষের ঘরে
যাকে তুমি অশালীন বলো-সে আমার
ঘরে শোয়,বসে, হাঁটে চলে -
আমি ওকে ছক ঘুঁটি চালাচালি
অঙ্ক শেখাই!!


                  তিন
---- ------------------------
সে আমার এতটাই জানে
বিভঙ্গ বুক পেট তলদেশ, মাধ্যাকর্ষ টান
কিছু হাড় খোওয়া গেছে
বুকের ভেতর,প্রাত্যহিক জ্বালা
সেটাই জানেনা শুধু,প্রায়ই দেখি
পশ্চিম পাকুড় ঘাটে
ভেজা শাড়ি উঠে আসা গায়ে
সেই লোক এসে বসে নানা অছিলায়  !!!