কবিতা আমি
সখ্যতা অনাবিল
তুমি আমার আমি তোমার ..............

মাথায় মুষ্টির নুড়ি
মূর্তি খোলসে
খুঁজে চলি পরমাণু প্রাণ
ব্রঞ্জের মূর্তি বলেছে আছি জেগে
প্রাণ খুঁজি ছত্রাকার প্রাণ

তোমাতে প্রাণটা সঁপেছি মৃত্যু দেহের
খাঁজে দেখি কুমারী'র ভ্রূণ
তথাপি ভ্রমণ ?

খোলা মাঠ আকাশ বিছানো
জন্মগত পাপ
নড়েচড়ে কথা বলে
কার উত্তাপ ?

মুখে বল কিংবা দাঁতে
আসলে' খর্জুর ঘিরে
মজেছে ঈশ্বরীয় জপ ।

কবিতা বলেছে চলো দু চার দেবতা
জন্ম দেব না হয় শখের
মানুষের দেহ জমে পরমাদ ধূলা
যিনি আজ মহা উদ্ধারক ।।

...........................................................