একই পথ একই নির্ণেতা
সবুজ ছায়ার মত, নিবিড় নিয়ন্ত্রিত
এই সৌরলোক,নাক্ষত্রিক
এই সুনিবিড় কক্ষ পথ বেয়ে
ফিরে ফিরে যাতায়াত,যুগ যুগ
আবর্তন একই, সূচীবদ্ধ কত -
বাহুবল,অর্থবল নেই কোন তাকত দাখিলা
জন্ম মৃত্যু ক্ষয়ে নয় অঙ্গীকৃত
একই সমন্বয় শুধু বয়ে চলা ।
কে দিল শৃঙ্খলা এত কে দিল সীমানা
রুপ রস গন্ধ সুধা দিয়ে
কে করেছে স্নিগ্ধ,শীতল-
আছে কোন কামগন্ধ,পাপ
রক্তক্ষয় বারুদে সন্ত্রাসে -
দ্বন্দ ঈর্ষা অবক্ষয়ে অন্ধকারে ফেরা ।


অজানিতে তবু , বৃথা জন্ম এই
এ চরিত্র ঠিক আমার নয়,এ ভ্রষ্ট দিনক্ষণ আঁশগন্ধ
বিক্ষিপ্ত পথ ঘাট সবটাই
বেহিসেবী নির্ণেতার অহেতু উপদ্রব মনে হয় !