এ যেন কৌমার্য্যের অতিথি বরণে
কালান্তরের মালা
যার সূচিবিদ্ধ হাত গলি হতে হতে
গড়িয়ে পরছে ব্যক্তির গায়ে
যুগ উঠে ৺দাড়ায় পায়ে ভর করা
অনুকম্পার কাছে


সেতারের তারে তার আত্মাহুতি হবে বলে
ত্রি বর্ণের ভাস্কর
       দৃষ্টি ছুড়ছেন অস্ত্রের ৺ঘায়ে
মাৎসর্যের সু্রাপাত্রে বসেছেন
       ঈর্ষার পয়গম্বর,মুখে শ্রাবস্তির কারু


এই দৃশ্য কুক্ষিগত হোক
নিন্দা, মন্দ,তাচ্ছিল্যের কাছে
অতিথি তখন ষাট ডিগ্রী কোপ
লিখে রাখছেন খাদানে,মরুতে,মড়ার খুলিতে
             উত্তুঙ্গ লিপ্সার দ্রোহে  


আর


নুইয়ে পড়া জেষ্ঠ্য তাতঃ তার প্র পৌত্রকে
সাদরে দেখাচ্ছেন
          রেবতী,কৃত্তিকার আলো ।