তিন দশকের বাকল খসে
গড়িয়ে পড়ছে সভ্যতা
কে বলে
মানুষ সভ্য নয়?
আর কোন মৃত্যু নেই,কোন শব্দ নেই
নেই জাত পাত,
আগুণ কেমন প্রবাহী তাড়ণায়
টাঙিয়ে রেখেছে কিছু উদগ্র ঈর্ষার লাশ
সাক্ষ্য হয়ে ঝুলে আছে
ধর্ষণের মিথ্
নেই প্রবঞ্চণা শঠতা ক্রুঢ়তা
কত শান্তি আজ
বৌকে জড়িয়ে ধরে ভুল শুধরেছে
শবর মিঞা
পণের জ্বালা ভুলে কালশিটে দাগে
ওমের সেঁক দিচ্ছে মিঞার ছোট ভাই
অপূর্ব শান্তি আজ
ঘরে ফিরে এল তিন মেয়ে জন্ম দেওয়া মোতিয়া
আজ মেঠাই রাঁধছে সুখে


কেবল ছয় দিন আগে ঝুলে পড়া মেয়েটি
রেখে গেছে একটি চিরকূট
" করোনা আমার ভালোবাসা "