অনেকটা ছুটি এখন
কোন তাড়া নেই আর, কালো মেঘে
আকাশ ছেয়ে ফেলেছে তবুও -
বৃষ্টির জলে শুইয়ে
প্রকৃতির মত বুনো কালো মেঘে
কেবলই অপ্রকৃতিস্থ দাপট --
আদিম শিশুটির মত
কে আটকাবে ওকে, চকিত আলোর
বজ্র শাষণে ঝলকে উঠেছে দেহ
ঘর বার ডিঙিয়ে জল আর জল
প্রকৃতি প্রণয় শেষ এবার
তার পরকীয়া খেলা, পেছন দোর দিয়ে
কেবলই তার পাঁকে ডোবার পালা।