ছলিম মিয়া একজন সরকারি চাকুরেজীবী। জনহিতকর কোন এক মহান কাজে সরকার তাকে নিয়োগ দিয়েছেন।সেবার ব্রত নিয়ে তার চাকুরে জীবনের শুরু হয়েছিল। যাইহোক সে অনেক পুরোনো কথা।


একসময় তার বিয়ে হল,শুরু হল সংসারের ঘানি টানা। এ সংসারে সুখ চাই। তাই প্রয়োজন মোটা আয়ের। সে সুযোগও তার আছে। কারণ সে সরকারি কর্মচারী।
সামনে পিছনে হাত চালালেই টাকার একটা বাড়তি উত্‍স পাওয়া খুবই সোজা।


যথাসময়ে ছলিম মিয়া সন্তানের পিতা হলেন। আয়ের পরিমাণও তাই বাড়াতে হল তাকে। বৈধ আয়ের পাশা পাশি একটা লোভনীয় আয়ের সুযোগ থাকায় তার কোন জামেলাই হলনা।
সময়ের প্রবাহমান পরিক্রমায় ছেলেকে বিদ্বান বানানোর সময় হল।
আয়ের মাত্রাও তাই বাড়াতে হল।


এখন ছলিম মিয়ার চিন্তা, বিদ্যাবাস করে তার ছেলেও যেন সরকারি কর্মচারি হয়, আর পিতার মত ডানে বায়ের অতিরিক্ত আয়ের উত্‍স হতে আয় করে পিতার আদর্শবান পুত্র হতে পারে।