কে একজন বলেছিল
সাত সাগর সেঁচে পারিজাত
এনে দেবে, সুগন্ধী কেয়ার
কৌমে হৃদয় চুবিয়ে এই অক্ষেই রেখে যাবে
প্রণয় শৌর্য্য
ক্ষেত্র জুড়ে আমার ধূ ধূ উষড় মাঠ
উপদ্রুত জৈষ্ঠের নিরবচ্ছিন্ন সাম্রাজ্য
খেই হয়ে চলেছে
ক্রম চক্রান্তের আদতে।
বলেছিল আদ্যপান্ত পড়ে শোনাবে
সুদীর্ঘ বিচ্ছেদ
চল্লিশ বসন্ত উৎসব শেষে আমি
নিরবচ্ছিন্ন এসে দাঁড়াই সুদীর্ঘ বেদীমূলে
অশ্রু ঝড়াই - একজোড়া লৌহখন্ড নমনীয়
                  স্থির, প্রাণহীন পদপ্রান্তে |