দুপুরগুলো একলা বয়ে যায়
বৈশাখী সেই কাঁচা মিঠের দিন
গুলতিগুলো আজও অবেলায়
সময়গুলো দেয় ফিরিয়ে ঋণ !


লিচুর থোকে ঢিল ছুড়েছি যেই
বাজার ভরা ফলসা লালে লাল
আনারসের সিজন শুরুর সেই
তরমুজেরা রাগ ফুলিয়ে গাল !


ঝড় উঠেছে উথাল পাতাল মন
ঈশান কোনে ফুঁসছে শত নাগ
কোচর ভরা হিমসাগরের ঘ্রাণ
আমেজ ভরা শিশুকালের দাগ !


ছোট্ট টুনির বেগুণ পাতায় ঘর
ফুটফুটে চার ছানার আগমন
আগলে রাখে ডানায় পরস্পর
ঝঞ্ঝা ঝাপট রোদের জ্বালাতন!


পুকুরটা নেই আকাশ সমান ঘর
ঘন্টা দুয়েক চলত লাফালাফি
চোখ ফুলেছে সঙ্গে দুদিন জ্বর
ঘুম ভাঙা সেই স্বপ্ন ঢেকে রাখি !