কাকাতুয়া বলে যদি
সবটায় ঠিক ঠিক
আমি তুমি বললেই
অতল আটলান্তিক।
সাগরটা ঘাঁই মারে
পৃথিবীর বুকটায়
শূন্যের ফাঁকা স্তর
ফুলে ফেঁপে গরজায়।
রেখাগুলো ভরসার
প্রতিদিনই কথা চায়
আমি তুমি জেরবার
গনকের দরজায়।
ছকটা সত্যি বলে
মানুষের খেলাঘর
আমি তুমি বললেই
অযথা তিরস্কার।
জলও যেন নত হয়
তাপের ঐ প্রহারে
সেঁকা বুক জলো বুক
সবটাই খবরে - ।
কবে যেন শোককথা
লেখা ছিল পাথরে
পড়েছিল কাকাতুয়া
নিঁখুত কথ্যস্বরে।
অ্যাপেলের বৃন্তে
বসে ছিল আইজ্যাক
তাইতো সত্যি হল
পরে গিয়ে কামব্যাক।