গরীব
------------------------


খ্যাঁক খ্যাঁক হাসে, মারপিট ঝগড়ায় মাতে
গাল পারে, কালশিটে মুখ গোগ্রাসে গেলে
যে যা দেয়, যখন তখন, ফিক ফিক হাসে
চিৎকার করে এলেবেলে বেফাঁস কথারা
গুছিয়ে চলে না, সশব্দে খায় বসে হাঁটে
চোখে দাঁতে ছোপ বেপরোয়া উদ্ভট সাজ
দুটি বই সাতখানা জামা নেই মসলিন প্যান্ট
শখের চুরুট নেই ব্র্যান্ড সিগারের রিং উড়াণ
ঢক ঢক ঢোক গেলে রেকাব পানীয়ে উগ্র
কি বিকট আঁওয়াজ ! দশ গ্রাস কি বিশাল
হা ' এর গহ্বর, গপ গপ খায় মাথা মুখ
ঝুঁকে থাকে পিরামিড থালে, আজন্ম
খায়নি কিছুই যেন,চামচ কাটার দৈন্য
তিন মন ভূঁড়ি ইস্ দশ টন ট্যাঙ্কিও জানে,
ঘুমে ভোঁস ভোঁস শব্দ নিদারুণ
চর্বিরা কাঁদে ছাড় দে আমারে,
তেড়ে যায়,রুখে আসে কি যে অশালীন,
গন্ধ জামায়, মুখে কথাগুলো ধ্যাত্তরি
শব্দদূষণ যেন,প্রেম চুমো লালা মাখা থুথু,
আদরের ভঙ্গিও হাঁসফাঁস দম খুটে
যেন খাবি খাওয়া !শোওয়া,বসা,ওঠা,
চলা বিদঘুটে মত আর্ট নেই ভাষা, হাসি
নেই দরাজ হৃদয় নেই গিফ্ট নেই
ভঙ্গী নেই গরিবীর অখ্যাত তকমা !!