বুঝলে দাদা বৌ পুষেছি তকমা এখন এই গ্রামে
ডাইনে নাচে সতীনঘাটা যেমন শেখাই পোষ মানে
পিছের জনা কোচকানো ত্বক একটুখানি বিচ্ছিরি
সামনে যে জন কোমড় ভারী ময়াম যেন ময়দারই !


আরেকজ'না আচমকাই তরবরিয়ে সঙ্গ দেয়
জানেন দাদা চরিত্রটাই নাছোড় শুধু সেইটি চায়
আরেকজনা পেছন থেকে শিষ ছুড়ে দেয় ইঙ্গিতে
ভুল আলুতে হাত ঠেকালে সেও মাতে রঙ্গেতে !


সবজি তাকায় আড় চোখে শাকের বরাত নিন্দেতে
মাছের খাবি দেখবে নাকি পাঁচের ছয়ের মাত্রাতে
খেল জমে যায় ভেল্কিবাজি সাতটা যখন মুখ খোলে
আটের মুখে সবকটি দাঁত জিহ্বা গেছে হাই তুলে !


দিনটা এখন হেব্বি লাগে বুঝলে দাদা তল্লাটে
বৌ উপবৌ তারো উপর এদিক সেদিক পথঘাটে
এই সেদিন এক ছোকরি নিলাম এম্মা এতে লজ্জা কি
দিন কতেকের বৌ সাজিয়ে আমিই এখন সর্বশ্রী !