রুহ্ পিয়ে দেখো কেমন মালায় সেজেছি
আজ তুমি কি লিখবে কবি -----
আমার বিন্যস্ত খোঁপা জুড়ে হবে এলো যুঁই ?
ও লো আমি যে আজ ঐশি ঝুমুর সেজেছি
কটি'র উতলে কে দেবে তখমা তবে
আঁতশে আমাতে খুব কাছাকাছি
রং চুইয়ে গড়িয়েছে আলে, দূরন্ত উন্মুখ আজ
দেবে নাকি আরেক ভাস্কর মিলনের ছলে ?