মানুষ চলে যায়, কতদূরে যায়?
কোথায় যায়?
কতদূরে গেলে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়?
আর ফিরে না।


কতটা পথ পাড়ি দিলে মমতার মানুষ ফানুশের মতো
উড়তে উড়তে ক্লান্ত চোখ ফাঁকি দিয়ে
শুভ্র মেঘের মাঝে হারিয়ে যায়,
মিলে যায় নীলিমায়।


মুখোমুখি ফটোগ্রাফ, হৃদয় ক্যানভাসে ভাসে
সৃতির লহর।
আহ! কত সহজে মানুষ মানুষের বন্ধন ছেড়ে যায়।
যদি যাইবার জন্যই মানুষ জন্মায়,
তবে কেনো, সৃতিতে রয়ে যায়? চোখের পাতায় প্রগাঢ় প্রতিবিম্ব সাঁতরায়।
যদি যাইবার জন্যই মানুষ জন্মায়, তবে কেনো? ফিরে তাকায়, ছবি আঁকে, বসে হৃদয়ের কাছাকাছি, কেনো এমন রঙের গান গায়?
কেনো শুন্যতায় কাতরায়? তবে, কেনো অর্থের গর্তে ঢাকা পরে যায় প্রেম পিড়ন?


কিসের এতো ক্ষমতা এতো গর্ব এতো অহংকার দাম্ভিকতা?
তবে কেনো, কিসের এতো আয়োজন  কিসের এতো প্রয়োজন?
প্রিয়জনও প্রয়োজনে হাত ছেড়ে দেয়।


যদি যাইবার জন্যই মানুষ জন্মায়,
তবে কেনো, বারংবার
আশা আর স্বপ্নের ভিড়ে মানুষ ভুলে যায় -
মানুষ নিতান্তই মাটির, নিতান্তই।