🖋️


তোমাকে দেখছি, দূর থেকে দেখছি,
শুধু তোমাকে।
পূর্ণিমার চাঁদ যেমন দেখি।


তুমি আসছো হাজার আলোকবর্ষ পথ পেরিয়ে,
গায়ে জড়ানো তেরো হাত বাংলাদেশ।
শাড়ির ভাঁজে ভাঁজে নক্ষত্রের জ্বলজ্বলে আলো,
নীলিমার বন্ধন ছেড়ে তুমি আসছো,
বিশাল আকাশের মতো হৃদয় নিয়ে আসছো।
এসে মুখোমুখি দাঁড়ালে
সূর্যোদয়ের মতো চোখ খুলে তাকালে
হরিণের মতো ডাগর চোখ।
মুক্তা ঝরা হাসি, নুপুর নিক্বণের অসহ-অধীর ধ্বনি,
কোমল হাতে রেশমি চুড়ির টুংটাং
আর তোমার প্রেমময় স্পর্শে নিমিষেই ভেঙে গেলো
হাজার বছরের আমার প্রতীক্ষার ঘুম।


খুলে দিলাম হৃদয়ের সব জানালা কপাট,
পৃথিবীর সমস্ত অন্ধকার গুটিয়ে নিলাম একহাতে।


তোমার চোখের ভিতর আমাকে দেখছি
একান্ত আমাকে;
আমার চোখের ভিতর
তোমাকে কুরে কুরে খাবার যন্ত্রণা দেখছি,
তৃষিত পাখির মতো দেখছি, বিন্দু বিন্দু জল
আমার কঠোর কঠিন হাতে তোমার স্নিগ্ধ সুন্দর হাত
অটল - অবিচল
চলো বহুদূর, যুগল হাতের একটি মাত্র পথ।