🖋️
আমার মুখ আছে তো কণ্ঠ নেই,
চোখ আছে তো দৃষ্টি নেই,
হাত আছে তো ধরতে পারিনা,
পা আছে তো হাটতে পারিনা।


আমার থাকার মধ্যে আছে শুধু মাত্র কান,
সে শুধু শুনতে জানে
কানতো দেয়ালের ও আছে!
দেয়াল আর আমার মাঝে
অনেক তফাৎ
দেয়াল তো ফিরিয়ে দেয় প্রতিধ্বনি,
এক নিমেষে মিটিয়ে ফেলে মনের যত জ্বালা,
কারণ তার কংক্রিটের কঠিন হৃদয়
শত দুঃখ কষ্ট মুহুর্তে সব চাপা দেয়।


আর আমার মাঝে ঘন্টা বাজে
জ্যান্ত হৃদয় ঠোকরে ছেড়ার।
হৃদপিণ্ডের রক্তক্ষরণে বয়ে চলে
একটি নদী
ঘৃনায় আর ক্রদে।
এ রক্ত যখন দাবানলের মতো ছড়িয়ে পড়বে
সারা দেহে
তখন,উত্তপ্ত রক্তাভায় পুড়ে ছাড়খাড় হবে
গ্রাম–গঞ্জ,অলি–গলি শহরতলী।