🖋️
তোমার ফিরে আসার পথ ধরে,
তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার পায়ের নিচের সবুজ ঘাস সাদা হয়ে গেছে।
এই দীর্ঘ প্রতীক্ষার পরও তোমার দেখা আমি পাইনি।


অতঃপর বিষন্ন মন, ব্যথিত হৃদয়
বুকে চাঁপা জগদ্দল, আর সারিসারি দীর্ঘশ্বাস জমা করলাম কষ্টের জাদুঘরে।


পায়ের নিচের সাদা ঘাস গুলো কষ্টে ঘৃণায় বিপ্লবীদের মত বেরিয়ে পড়ছে
আঙুলের ফাঁক দিয়ে
তারা এখন আকাশ দেখতে চায়, বাঁচতে চায়,
ফিরে পেতে চায় সজীব সঞ্জীবনী জীবন।


আমি পূন্য করতে গিয়ে পাপ করেছি, মহাপাপ
বাঁচতে গিয়ে হত্যা করেছি অমরত্বের মতো সত্য সজিব
তাদের অবরুদ্ধের জন্য আমি দায়ী,
তাদের সাদা কষ্টের জন্য আমি দায়ী,
তাদের সূর্য দেখার অধিকার বঞ্চিতের জন্য আমি দায়ী,
তাদের অকাল মৃত্যুর জন্য আমি দায়ী,
আমি দায়ী,
আমি দায়ী।


তুমি নিজেকে মোটেও নিষ্পাপ মনে করতে পারো না।


তারা তাদের দাবি আদায়ের মিছিলে প্লাকার্ডে তোমার নামটি উচ্চারণ করেছে
কি ভীষণ ভয়ঙ্কর নৃশংসভাবে।
যার প্রতিটি ধ্বনি বিষাক্ত বুলেটের মতো বিদ্ধ করেছে
ছলনাময়ী হৃদয় আর প্রশ্নবিদ্ধ করেছে তোমাকে শুধু মাত্র  তোমাকে।


তারা প্রতিটি প্রতীক্ষার প্রাপ্তির কষ্টে সশ্রদ্ধ ভালোবাসা
রেখে
দিয়ে গেলেন জীবন,জীবনের জন্য, প্রেমের জন্যে, অমরত্বের জন্য।
তারা তাদের বিদ্রোহী কণ্ঠে, শ্লোগানে-
গেয়ে গেলেন, কি এক বিনম্র গান
কি স্নিগ্ধ সুন্দর স্বরলিপি
প্রেমের পদাবলী।