ওহে বাউল মন
বুঝিবে তুই কজন?
কত রূপে কত জন!
ক্ষণে ক্ষণে করে ধারণ।
শুদ্ধ করতে অন্যজন
না করিয়া সময় ক্ষেপণ,
সন্ধানে অমূল্য রতন
কর তুমি আত্ম সাধন।
করিয়া অনেক যতন
ভ্রমণ কর মন ভুবন।
পাবে তুমি অন্য আসন।
ওহে বাউল মন
বুঝিবে তুই কজন?