ঘরে খাবার নাই, চোখে ঘুম নাই।
এই অভাগা,অসহায় কৃষক দের
আর কষ্ট দিয়ে লাভ কি!
অভাগা রা তো গত বৈশাখেই সব হারিয়ে ফেলেছে, অতি বৃষ্টি আর পাহাড়ী ঢলে।
কপালের দোষে বাঁধ ভেঙ্গে একমাত্র সম্বল মাঠের ফসল হারিয়েছে।
এখনও বেচে আছে ওরা, দেন না বাঁচতে।
থাক না আর কষ্ট দিয়ে লাভ কি?
শান্তনা তো এইটুকু সরকার কৃষি ঋন মওকুফ করবে। বিনামুল্যে বীজ বিতরণ করবে!
ভিজি এফ এর চাল আর নগদ টাকা,
এ গুলো টিকমত না দিলে অমানবিক হয়ে যায় না?
এসব ও তোমাদের লাগবে! তোমরা কত চাও? কেন তোমাদের হয় না? আর কত লাগবে তোমাদের?
বাঁধ নির্মানে অনিয়ম আর লুটপাটের জন্য তোমরা জেলে যাও।
কিন্তু তোমাদের কি বিচার হবে?হয়ত হবে না। তোমাদের পোষ্যরা, তোমাদের মুক্তির আন্দোলন শুরু করে দিয়েছে।
অবৈধ টাকা আর আইনের ফাঁক দিয়ে তোমরা বেরিয়ে আসবে তোমাদের রাজত্বে।
তোমরা আবার বাঁধ মেরামত, রাস্তা মেরামতের কাজ পাবে।
অনিয়ম করবে, দুর্নীতি করবে, টাকার পাহাড় গড়বে। আমাদের নেতা হবে, সেবক হবে।
আমরা বলব তোমাদের চরিত্র ফুলের মত পবিত্র!
অভাগা ভাগ্যের পরিবর্তন হবে না। তাদের কপাল দোষে!
আবার তারা সহায় সম্বলহীন হবে!