ঘুষের বিনিময়ে চাকরী।
অনিয়ম আর দুর্নীতি
সর্বক্ষেত্রে মূলনীতি।


অসৎ উপায়ে অর্থ উপার্জন,
জানে এসব সর্বজন।
অর্থ সম্পদ লুটপাট
এটা তাদের ধারাপাঠ।


টাকা আর পেশীর জুরে,
নির্বাচন করে অযোগ্য জনে।
তাদের পক্ষে ফলাফল,
থমকে যায় সব উন্নয়ন।


বরাদ্দ সব লুটপাট,
অনুন্নয়ন বাঁধ আর রাস্তাঘাট।
অতি বৃষ্টি আর পাহাড়ি ঢল,
নেমে আসে সব জল।
বাঁধ ভাঙ্গে আর তলায় ফসল।
কৃষক হারায় সহায় সম্বল।


কৃষকের মাথায় হাত
আর পেটে লাথি,
ঋনের বুঝা নিয়ে কাটে দিনরাত্রি।


ত্রান নিয়ে যায় নতুন প্রার্থী,
সাংবাদিক তাদের পকেট ভর্তি।
প্রচার হয় তাদের খবরটি।


ত্রাণ আসে যা তা,
এদিক সেদিক হয় তার অনেকটা।


এই হলো আমার গ্রাম বাংলার মূল চিত্রটা।