নদীর এপার ভাঙ্গে,
ঐপার গরে,
এইতো ভবের খেলা।


পাওয়া না পাওয়ার
জীবন মোদের,
এইতো জীবন চলা।


জীবন নদীর স্রোতে
সুখের তীর ভাঙ্গে বলেই,
দুঃখের এতো জ্বালা।


এই পারেতে অল্প পেলে,
ঐ পারাতে মেলা,
এইতো বিধির খেলা।


জীবন নদী পার হইতে
লাগবে সঠিক ভেলা।