যেতে চাই আমি
প্রিয় ছোট্ট গায়,
যেখানে নদী
পাশে বয়ে যায়।
মন ছুটে যায়
দুরন্ত সে বেলায়,
সময়ে অসময়ে
মেতেছি খেলায়।


যেতে চাই আমি
যেখানে মনে হয়
সবই যেন ছবি,
হৃদয়ে জন্ম নেয়
নতুন এক কবি।


যেতে চাই আমি
যেখানে শ্রাবণ ধারা
সুর বাঁধে,
হাওড়ে জলে এসে
চুমু দেয় চাঁদ।


যেতে চাই আমি
ঐ নাড়ির টানে
ভেসে চলেছি আজ
সময়ের বানে।
মনে বাজে
সেই সুর
দিনগুলো ছিল
কতই না মধুর।


মন যেতে চায়
মায়ের ডাকে
সূর্য হারায় যেথা
মেঘের বাঁকে।


যেতে চাই আমি
তোমারই বুকে
হৃদয়ে রাখি তোমাকে
সুখে অসুখে।