ক্ষমতা দখলের এই নোংরা খেলায়
বেঁচে আছি আমি হেলায় ফেলায়
বারুদের গন্ধে
প্রতিহিংসার দন্দ্বে
প্রেম, সে তো মরে গেছে !


মাদকের এই ভয়াল থাবায়
যুবক মজেছে উদাস দাবায়
জুয়ারীর আসরে
কাঁদছে বধু বাসরে
প্রেম, সে তো মরে গেছে !


অপসংস্কৃতির আগ্রাসন
দেশীয় কৃষ্টির বিলোপ সাধন
ভীন সংস্কৃতির জয়ে
বাঙালিপনার ক্ষয়ে
প্রেম, সে তো মরে গেছে !


প্রতারনার ছরাছড়ি
ধরেছে আকার মহামারি
প্রতারকের ফান্দে
হায়রে বগা কান্দে
প্রেম, সে তো মরে গেছে !


প্রেম যেন স্বর্গীয় দান
প্রেমে কাঁদে এখন শতপ্রাণ
পরকিয়ার জ্বালায়
প্রেম স্বর্গ ছেড়ে পালায়
প্রেম, সে তো মরে গেছে !


প্রেমময় স্বভাবে
প্রেমের অভাবে
নিষপ্রাণ হয় শতপ্রাণ
প্রেম খোঁজে যা পেল সন্ধান
হায় ! প্রেম, সে তো মরে গেছে !