হ্যাঁ, জোছনা আমার খুব পছন্দের! ফাগুনের জোছনা।
জোছনা নিয়ে একটা কবিতা লিখতে গিয়ে থমকে যাই।
বুক কেঁপে ওঠে ধুকধুক, ভীষণ ঝাপসা হয়ে ওঠে দৃষ্টি।
চোখের সামনে নিমেষেই ভেসে ওঠে মাঝপাড়ার মনু-
কাকার মেয়ের ধর্ষণের ঘটনায় তার আত্মহননের দৃশ্য।
ষোড়শী মেয়ের ক্ষতবিক্ষত দেহ যেনো শকুনে খেয়েছে-
ছিঁড়ে-ফেটে, রক্তাক্ত জামা কাপড়ে যেনো লাল ঝর্ণা!
স্তব্ধ, হত বিহ্বল, অনড় অসর, অশ্রুসিক্ত, থমকে গেছি।
                            মেয়ের নাম জোছনা!
                           ধর্ষিতার নাম জোছনা!
                            লাশের নাম জোছনা!
এই তিন টুকরো মানুষের নাম জোছনা!!
আজ অব্ধি আমি জোছনা রাতে আকাশটাও দেখিনি,
                  আমি জোছনা নিয়ে কবিতা লিখিনি,
চোখের সামনে ভেসে ওঠে-
                            জোছনা মানে তিন খণ্ড লাশ!
খুব দুঃখিত আমি,
আজ বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানাতে পারছি না।
বিবেক আবেগ একত্রে ঠুঁটি চেপে আছে, বুকে পাথর।


০৮ মার্চ ২০২২, চট্টগ্রাম।