আঁধার আর আলোতে হলো ঝগড়া তুমুল,
ক্ষমতাটা কার বেশি কতো, নাকি সমতুল।
ভার মুখ কালো করেই বলে ওঠে আঁধার-
আমাতে ভীত কাবু সবে, ভেদে সাধ্য কার?


মুচকি হেসে আলো আঁধারকে ডেকে বলে,
তুমি তো মিলিয়ে যাও যদি আলো জ্বলে।
আঁধারের নত-মুখ অবনত নিঃশব্দ প্রস্থান,
আলোতেই আলোকিত স্থান জয়ের নিশান।