ন্যায়ে অন্যায়ে সাজিয়েছো সংসার,
হালাল হারামে মিলেমিশে একাকার।
অভাবের তাড়না' বিতাড়িত সংসারী,
অভাবে শূন্য শুনেও স্বভাবে ভিখারী।
বুকের ঘরেই শূন্যতার ভীষণ শোষণ,
নিরাশার বিষে পিষে মারে প্রতিক্ষণ।
বিবেকের ব্যবধানে অধ্যয়ন-বিহীন,
চাহিদার দানবীয় ভাবনায় দিশাহীন।
সদা মন্দ সদাই করে চলে কারবার,
নষ্ট আত্মার প্রচেষ্টায় পিষ্ট বারংবার।
ধোঁকা সরঞ্জাম সে' বাইরের আবরণ,
অন্তরে অশেষ বিষ দ্বিমুখী আচরণ।
লোভ লালসায় মন অজ্ঞান অচেতন,
ধরার অধরা ধন পেতে শয়ন স্বপন।
হবে কি দেখা জীবন নদীর দূর তীর,
কখন বুঝি বুঁজে আসে নয়ন, স্থির।
ভেবেছো কোনো দিন কী হবে জবাব?
মরণে ধনের পাহাড়ে কিবা হবে লাভ!
চোখ বুঁজলেই খালি ঘর ভরা কালো,
সময় থাকতে হৃদয়ে আলো জ্বালো।
বুঝবে যখন থাকবে না দুঃখের সীমা,
আফসোসে রবে না সীমা, পরিসীমা।
হাশরের আসরে কোন পাশে মিজান!
ভোলো-গো যতো মিছেমিছি পিছুটান।
সুখ দুঃখ জোয়ার ভাটায় জীবন নদী,
আপন পথে ধেইধেই চলবে নিরবধি।
প্রস্তুত হও, প্রস্তুতি লও, পাথেয় সাথে,
আলো পেতে সঙ্গীহীন আঁধার রাতে।