অন্ধকার যখন রাতটাকে গাঢ় আচ্ছন্ন করে,
আকাশটাও আস্তে আস্তে আরো বিশাল হয়ে উঠে,
নক্ষত্ররা ধীরে ধীরে আরো বেশি ঔজ্জ্বল্য পায়,
চারিদিক সুনসান নীরবতার আভিজাত্যে ভরে উঠে।
দুঃখরা তখন যেনো ভেতর থেকে জেগে উঠে,
আরো গভীরতা নিয়ে যেনো কাঁদে রাতের আঁধার,
নীরবতার ধ্বনিহীন দুঃখ-খনি যেনো উন্মুক্ত হয়,
একে একে জেঁকে বসে হৃদয়পাড়ে, বিলাপ সূর তলে,
এ'কেমন আঁধারের বেহায়াপনা!
গোটা আকাশ যেনো দুঃখরই আল্পনা।