তুমি ভেবেছো মানুষে মানুষে বন্ধুত্ব হয়,
                      আঁধারের সাথে নয়।
অথচ, বেশি সঙ্গ দেয় আঁধার,
গল্প শুনে প্রতি রাত প্রতিদিন, প্রতিবার।
দীর্ঘায়িত দীর্ঘশ্বাস নির্দ্বিধ মিলিয়ে যায়,
জমানো অবহেলা ভেসে যায় হাওয়ায়।
অনঙ্গ আঁধার বহু রঙ্গেঢঙ্গে জড়ায় বাহু,
অনেকটা প্রিয়জন ও ঘনিষ্ঠ সঙ্গী হুবহু।
অদেখা আধেক আঁধার, দৃষ্ট যতো আর,
সকলে সকাল দেখে না, দেখে আঁধার।