হায় বড় আফসোস!
হতভাগা হে মানুষ!
বিবেকের কী দশা!
সর্বগ্রাসী, সর্বনাশা।


নেই যে বুদ্ধি জ্ঞান,
সত্য মিথ্যে সমান।
ন্যায় অন্যায় ভুলে-
যা পায় নেয় তুলে,
বৈধ অবৈধ অগ্রাহ্য
করে চায় অন্যায্য।
সত্যে উপেক্ষা করে-
মিথ্যা তুলেছে ঘরে।
সর্বনাশা দৌড় চলে-
ছলে বলে কৌশলে,
ধীর শেষের দিগন্তে,
ধ্বংসের দ্বারপ্রান্তে।

ছেড়ে আল্লাহ রসূল,
হাটে পথ ভ্রান্ত ভুল।
সে গাদ্দার,
নোয়ায় না শির তার।
অহংকারী,
শয়তানের সংসারী।
নষ্ট-ভ্রষ্ট সে,
মজে আছে কী-সে!
ভুল ভুল, সবই ভুল,
মিথ্যে মরীচিকা তুল।
ক্ষণিকের বাহাদুরি,
ঠিকানা যে আঁধারি।