চতুর্দিক সর্বনাশী সর্বগ্রাসী আগন্তুক বাতাস শুধু ওড়ে,
কে যাবে কার আগে অস্তরাগে প্রতিযোগিতার দৌড়ে।
প্রিয়জনের মৃত্যুর খবর আসে দোসর ঝড়ের মতোন।
হীন আঘাত হানে সম্মুখ সমরে তীর ধনুক বর্শা যেমন।
এফোঁড় ওফোঁড় করে দেয় হৃদয়, সাক্ষাৎ অক্ষত দেহ,
কতোটা ক্ষতি, কতো ক্ষতবিক্ষত, সত্য না-জানে কেহ।
মাঝেমাঝে বুকের গভীর খাঁজে সুপ্ত গুপ্ত পাথর জমে,
অজস্র কান্নার রাত কেটে গেলে তব কিছু ওজন কমে।
মাঝেমাঝে কাতর বুকে থরেথরে অজ্ঞাত অনল জ্বলে,
দেহ মন গগন জগৎ জীবন পুড়ে ছাই হয় সে অনলে।
গণ্ডগোলে মেরুদণ্ড, ডাণ্ডাবেড়ি কাঁপায় এই কলিজাটা,
বিয়োগ বিষাদ অসহ্য লাগে করোনাকালের বিকেলটা।