আজও আঁধারের কোলে মাথা রেখে ঘুমাবো না আর,
ফিরে যাবো সেই ফেলে আসা ফেনিল সমুদ্রে আবার।
এই ফুলে ওঠা রাত আর নির্জন তারাদের সাক্ষী করে-
কতো বেহায়া পন্থায় জবানবন্দী দিলাম তোমার তরে।
নির্দ্বিধায় বলে যাওয়া কথামালা গেঁথে থাক ফুল হয়ে,
আগন্তুক পাখির সুরে নীরব অশ্রু ঝরুক ভাঙা হৃদয়ে।
নশ্বর কায়া পার্থিব মায়ার ছেড়ে দিতে করে গড়িমসি,
জল-পৃষ্ঠে মাছের মরদেহের মতো স্মৃতির ভাসা-ভাসি।
রাতের পর রাত জেগে কেউ কাব্য লিখে যায় আজও,
কঙ্কালসার আশারা মুখ লুকিয়ে হাসে মিটিমিটি তবুও।
আঙুলের ডগায় আগুন জ্বলে, নিভৃতে গলে পড়ে মুখ,
কারা আসে যায় খবর নাই, কান্নার শব্দ তবু না বুঝুক।