ধর্ম বর্ণ গোত্র বিশ্বাস সে যাই হোক,
চলনে গঠনে যতোই তফাৎ থাকুক,
গায়ের রঙ, চোখের আকার, আর-
মুখের ভাষা- যতোই ভিন্ন যার যার,
সমাজ সংস্কৃতি যতোটাই আলাদা-
হোক, দিবস রাত্রি, কালো ও সাদা।


তাবৎ এ পৃথিবীর যেখানেই জ্বলুক,
যখনি জ্বলুক, যে যে প্রান্তেই হোক,
সমস্ত আগুনের ভাষা নিতান্ত এক।
কেবলি পোড়ায়, আর কঠিন সেঁক।


যদিও পুড়ে যায় ভিন্ন হাত, ভিন্ন পা,
ভিন্ন মুখ, ভিন্ন মানুষ, চাদর খোঁপা।