সর্বত্রই কেমন জানি যেমন তেমন ছড়িয়ে গেছে আজব গজব অপরাধ।
বাচবিচারহীন আজ মসজিদেরি মিম্বারেও চলছে ভীষণ হিংসে চরম নিন্দাবাদ।
চলছে গরম শরমহীন চাপাবাজি গলাবাজি, জোরাজুরি, বাদ বিবাদ, অপবাদ।
গলাগলি গালাগালি দলাদলি, দলকানার দালালী, ক্ষমতার জোর জিন্দাবাদ!
ধর্মের বাড়াবাড়ি, কর্মের কাড়াকাড়ি, অন্যরা সব বাতিল, মুরতাদ বরবাদ।
সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নেই, নেই কোনো প্রতিবাদ।
ভোগের মোহে ডুবে গিয়ে মিছেমিছি রূপ চাকচিক্যে পুরোদমে কুপোকাত।
ধর্মহীন কর্মে বিভোর, রঙ তামাশার সকাল দুপুর, লোক দেখানো ইবাদাত।
রবের ঘরের মিম্বারে দাঁড়িয়েও কেমন চলছে চরম পরচর্চা, পরনিন্দা গীবাত!
সবই পাক, মন নাপকের ঘূর্ণিপাকে নমাজের ইমামাত, সমাজের ইমামাত।
দুনিয়ার তালাশিতে দিননিশীতে দিশেহীন, কেমনে দিবে দ্বীনের ইকামাত!
এমনি হলে কেমনি পাবে এই জগত জীবন মানুষজন এক আল্লাহর হুকুমাত!
অনল জ্বলে, কলিজা পুড়ে, যন্ত্রণায় বুক ভেঙে যায়, আলামতে ক্বিয়ামাত।