এই শতো ব্যস্ততায়ও কিছুটা আলস্য ভর করে ঘরের চারপাশ আলো করে।
আঁধারের হাতছানি থেমে থেমে ঐ দূর থেকে ডাকে কাছে সোহাগে আদরে।


কিছু আলো ও আঁধার কোলাকুলি করে আনন্দে, গা ঘেঁষে বসে রয় গতরে।
অবাক আলোর বিচ্ছুরণ অচেনা পথিকের মতো এলোমেলো আঁকে ভিতরে।


কিছু খোশবু রেখে দাও, সন্ধ্যা পেরুলে উড়িয়ে দিবো দখিনের খোলা মাঠে।
জোছনা এলেই নেমে কুড়িয়ে নিবো কিছু চাঁদ বারান্দায় বসে বা শুয়ে খাটে।