সুনীল আকাশ, শীতল জমিন, রাশি রাশি জল,
সবুজ ঘাসের ডগায় খেলা করা শিশির টলমল।
স্নিগ্ধ হাওয়ার থরে থরে মিশে থাকা মাটির ঘ্রাণ,
অপার্থিব এক সুখের স্পর্শে জুড়ায় মন ও প্রাণ।


সূর্যকে চ্যালেঞ্জ দিয়ে বলি হে পুড়ছে বেশি কে!
সূর্য মামা রইলো চুপ, জয়ী ভাবলাম নিজেকে।


সূর্য ডুবার পথ চেয়ে মন- কায়াকে কয় বেহায়া,
অথচ সূর্যাস্তে মন কানাকানি গায় আলোর মায়া।


নিঃশব্দে নেমে আসে রাত নম্র পায়ে খুব ধীরে।
আঁধার খেলা করে আলো আর কালোকে ঘিরে!