কার কাছে গিয়ে আর মনের কথাটা বলি,
মনের মধ্যে জমছে মেঘ, সঘন ধুলাবালি।
কেউ কেড়ে নেয় মুখের ভাষা খোলাখুলি,
অন্ধ চোখে গন্ধক জীবন বন্ধ মুখের বুলি।
অত্যাচারের চরাচরে বিচার চেয়েই হতাশ,
নির্যাতনে নির্মমতায় নির্মিত এক সর্বনাশ।
কামনা কেবল এই হয় মনে, ক্ষণে বসবাস,
সমস্ত অত্যাচার কেউ মুছেই দিবে সহাস।
আলোর মশাল জ্বলবেই একদিন উজ্জ্বল,
অত্যাচারী আঁধার ঘোর কাটবেই ঝলঝল।
দাউ দাউ উদয় একদিন ন্যায়ে সূর্য নির্মল,
শোষকের পরাজয়, শোষিতের হাতে বল।