এতো দীর্ঘ হলো ঘুম যে তুই জাগলি না ফজর বেহান!
কেনো সুন্দর সূর্যটা ও শুভ্র সকালটা দেখতে এলি না?
গাছে পাতায় পাতায় আজ স্নিগ্ধ আলোর উৎসব দারুণ,
খিড়কির কাঁচ ভেদ করা রোদের ঝিলিকও দেখলি না!
বাহির এতো এতো আলো তবু ভিতর কালো মুখ খুব!
বুকে কি আঘাত আছে কিবা কোনো অবহেলার বারুদ?
কোনো আঘাতের ক্ষতচিহ্ন শুকোতেও কেনো এলি না?
নিঃসঙ্গতায় নেতিয়ে যাস নে তুই, হে প্রিয় বন্ধু আমার।
আবার চল কিছু ফিরে যাই অতীতের মেটো পথ বেয়ে।
আবার চল ঘুরে ঘুরেই বাঁচি কাঁধে হাত খুব কাছাকাছি।
এবার চল রক্তে তুলি কিছু নব তরঙ্গ, ভাঙি বেড়াজাল।