এখানে আমার বলতে কিছুই নেই, কিচ্ছুটা নেই।
মাঝেমাঝে ভাবি এক মাইল আকাশ কিনে নিই,
ঐ দূর সূর্য থেকে ভাগ নিই কিছু আলো রোদ্দুর,
চাঁদের জমিনে চাষ করি জুঁই জবা জাম আঙুর।
অথবা একটা পাহাড় কিনি এ'হৃদয়ের বিনিময়ে,
ঝর্ণাধারার ধারে ধারে বসত গড়ি শোকে সময়ে।
দু'একটা নদী সস্তায় পেলে কিনে নিই খুব ভাবি,
একশো নীল পদ্ম বুকে পোঁতার যদি ওঠে দাবী।
একটা ক্ষুদ্র সমুদ্রের মালিকানা নিয়ে যুদ্ধ হোক,
ভাসমান দ্বীপে উদ্বাস্তুদের বসতে নক্ষত্র নামুক।
অথচ, আমার মালিকানা কিছুই যে নেই এখানে,
ভীষণ করে আমাকেও দাবী করা হয় অন্যজনে।
শুধু দু'চারটা আম কলা জাম গাছ নাকি আমার,
কিছু কাপড়চোপড়, কিছু জমি, বাড়িটা থাকার।
এসবও দিব্যি ভাগ হয়ে যাবে মাত্র চোখ বুঁজলে।
আসলে আমার বলতে কিছুই নেই, মন বুঝলে?
আমাকে তো সবে ভাগ করে নেয় চাহিদা মতো,
বেঁচে আছি খুব অন্যের প্রয়োজন পূরণে যতো।