আমার চোখে জল নেমে আসে, ক্ষণক্ষণ।
টিপটিপ অথবা বিপুল বৃষ্টির অনন্ত শ্রাবণ।
আমার দৃষ্টির আঙিনায় ভেসে ওঠে-
একটা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, ঘমঘম থমথম।
উত্তরাধিকার হীন কিছু হৃদয়, নুয়ে পড়ে আছে-
পরাজিত সৈনিকের মতো,
আহত পাখির মতো,
পথভোলা পথিকের মতো,
তেষট্টি দিন উপোষ করা বণিকের মতো,  
শিকারীর জালে ফেঁসে যাওয়া হরিণীর মতো,
ক্ষতবিক্ষত লাশের মতো,
পানিতে মরে ভেসে ওঠা শিশুর শবের মতো,
ক্লান্ত শ্রান্ত মৃত্তিকার মতো।
গগণ বিদারী চিৎকার, করুণ আর্তনাদ,
হতাশার অমানিশা, সর্বহারার হাহাকার।
আমি হাঁটি, হাঁটতে থাকি, নিকট হতে দূরে।
কাঁদি, কাঁদতে থাকি, অতীত বর্তমান হয়ে ভবিষ্যতে।