হে প্রিয় রাষ্ট্র!
তোমার আজ দুর্দিন চলছে খুব,
দিনদিন বাড়ছে কেবল, ছড়িয়ে পড়ছে প্রকোপ।
পথ প্রান্তর, মাঠঘাট, অলিগলি, রাস্তার মোড়ে মোড়ে,
দুর্দশা নেমে এসেছে আজ সমস্ত, গোটা আঙিনাজুড়ে।
জীবিকার তাগিদে রাস্তায় নামাও বড়ো দায়!
অভাবী অভাগী, অনাহারে অর্ধাহারে দিনদিন ক্ষীণকায়-
তোমার দুস্থ দরিদ্র দুর্বল অসহায় নাগরিক,
কর্মহীন দুশ্চিন্তায় নিস্তেজ মগজ অসাংসারিক।
পেটের দায়ে আত্মহত্যার চর্চা চলছে তোমার বুকে,
তুমি স্বাধীন, মাথা তুলে দাঁড়িয়ে আছো কোন মুখে!
ক্ষমতার মর্মান্তিক লাঠিপেটা চলছে দায়সারা,
স্বাধীন তোমার সমস্তটা দিনদিন অধীন করছে কারা?
হে প্রিয় মাতৃভূমি,
হে প্রিয় জন্মভূমি,
হে আমার ক্ষতবিক্ষত প্রেম, প্রেমভুমি,
হে আমার বিমর্ষ ভালোবাসা, বঙ্গভূমি।