হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হচ্ছে।
আগামীকাল, কাল কিংবা পরশু।
তুমি সেজে থেকো- প্রিয়তমা!
গত বার খুব ভোরে ফিরে আসি।
তুমি ঘুম ছিলে, তাই ডাকিনি।
অপেক্ষাও সম্ভব ছিলো না।
ঘুমন্ত তোমায় দেখতে দেখতে চলে আসি,
একটা সময় নিজেই ঘুমিয়ে পড়ি।
হতে পারে দেখা হবে মধ্যরাতে,
অথবা ভোরে, খুব ভোরেই।
হয়তো তোমার চোখ খোলার আগেই,
অথবা আমি চোখ মুছে-মুছে তোমার সামনে গিয়ে দাঁড়াবো।
জানতে চাইবো- "কেমন আছো?" জবাব পাবো না জানি।
অথবা তুমিই জানতে চাইবে, আমি চুপ থেকে হেসে যাবো।
তো, দেখা হচ্ছে কাল অথবা পরশু।
কোলে নিয়ো আরেকবার, আমি ধন্য হবো আবার।
হে প্রিয়তমা,
প্রেম-ভূমি, জন্মভূমি আমার,
আমার সোনালী লোনালী গাঁ।