নিয়ত আমার সন্তানেরা নিচ্ছে কলুষিত দূষিত নিঃশ্বাস!
আকাশে বাতাসে, দেশে দেশে মজুত চলছে বিষগ্যাস।
বিবেককে বন্ধক রেখে বহুজাতিক কোম্পানির চুক্তিতে-
আমার সন্তানেরা হচ্ছে সুসজ্জ সলজ্জ সুখী গোলাম।
নিছক হুকুমের তাঁবেদার এক ঝাঁক সেনাদল, যুক্তিতে-
হেরে যাওয়া মুক্তির মিছিলে পিছলে পড়া খোঁড়া সংগ্রাম।
অদৃশ্য হাতিয়ার ফেলে দিয়ে কে দেবে চিৎকার?
গোলামির তালিম ভেঙে কে দেবে বলিষ্ঠ হুংকার?
বোবা কান্নায় প্রাণত্যাগ করা আত্মীয়ের সৎকারে-
কে বাড়াবে হাত!
কে তুলবে দু'হাত!
কে করবে মোনাজাত!
কে চাইবে মাগফিরাত!
কে দেবে জানাযার আকামাত!
কে আগলাবে আত্মীয়তার কারামাত!
কে ভাসাবে বুক কেঁদে কেঁদে সারারাত!
কে স্মরিবে ততো স্মৃতিতে যতো সুহবাত!
কে গুছাবে সম্পর্কের সাময়িক সংঘাত!
কে মুছিবে কিঞ্চিৎ ধনী দরিদ্রের তফাৎ!
কে দেবে একরাশ দুধশাদা ভাতের পাত!
কে করবে রক্ষা স্রেফ রক্তের প্রতিশ্রুতি!
কে নেবে অন্তত দু'ফোঁটা অশ্রু ত্যাগের অনুভূতি!