আমি ভুলে যাওয়া কোনো কবিতার দু'একটা লাইন,
আমি রহিত একটা সংবিধানের ভুল কোনো আইন।
খুব ভোরে চোখ মেলে মুখে মাখি এক দুর্গন্ধ কালি,
ব্যর্থতার কবুতরও হাই তুলে তুলে দেয় হাত তালি।
কেউ ভাবে ভীষণ যেনো সুখে আছি পাখির মতোন,
কেউ ভাবে এইতো আমি বেঁচে আছি যেমন তেমন।
কী ভাবছি নিজেকে নিয়ে আগে আমার কথা শুনো,
আমিই আমার দুঃখ শুধু, আমার দুঃখ নাই কোনো।