আমি সহসা মানু্ষের কাছ থেকে পালিয়ে বেড়াই।
মানুষ-
বুকে টেনে যত্নে নিবিড় জড়িয়ে ধরে চাকু চালায়।
মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে গুলি করে।
তুমুল চুমু খেতে খেতে নিঃশব্দে বিষ খাইয়ে মারে।
হাসিমুখে ভালো বাসতে বাসতেই  ফাঁসীর কাষ্ঠে ঝুলায়।
আমি মূলত মানুষের কাছ থেকে নয়,
মানুষরূপী অমানুষের কাছ থেকে পালিয়ে বেড়াই।
আমি মানুষ চিনবো কেমনে বলো তো,
তারাও যে ঠিক দেখতে অবিকল মানুষেরই মতো!
আমি বেছে নিয়েছি মানুষের মাঝেই বেঁচে থাকার পথ,
হয়তো সীমাহীন কষ্টের অথৈ সাগর, দুঃখের মরু পর্বত।