ঘুমিয়ে থাকা প্রজাপতির মতো আমি নিষ্পাপ,
সদ্য শিশুর গালের মতো কোমল আমার হৃদয়,
নিভু নিভু মোমের আলোর মতো দু'চোখে স্বপ্ন আমার,
জোছনার ঝরে পড়া উজ্জ্বলতার ন্যায় আনন্দ সব,
দুঃখরা গহীন বনের সন্ধ্যাদীপ,
আমি হরিণীর চোখের  সৌন্দর্য বুঝি,
অথচ সিংহের গর্জনে কাঁপে আমার কলিজা,
আশার আকাশ সংক্ষিপ্ত আর প্রাপ্তির ঝুলিতে সামান্য কুয়াশা,
বাতাসের গুঞ্জনে ভেসে আসা সৌরভের মতো লোভও আছে,
অপ্রাপ্তিতে বড় ব্যথা নেই এই অবুঝ মনে,
এর আবরণ বেশ দুর্ভেদ্য, বুঝ ব্যাকরণ বড়োই দুর্বোধ্য।