আমাকে এতো শাসন-বারণ, আদেশ-নিষেধ, যত্নআত্তি, একরত্তি ভালোবাসা, কিছুই চাই না।
আমার উপর নেতৃত্ব-কর্তৃত্ব, সম্পর্কের গাঢ়ত্ব, শত্রুতা-বন্ধুত্ব, কিছুই দেখাতে এসো না।
মুখের সামনে দিয়ো না বাঁধ, দিনরাত মনের সুখে সম্মুখে আমি ধেই-ধেই ছুটে চলি।
রক্তরাঙা চোখ, মায়াভরা মুখ, বুকভরা ভালোবাসা, আশা-হতাশা, হাসি মুখে পায়ে দলি।
সহসা কে আছে আর, দুঃসাহস দেখাবার, শপথ, দাঁড়ায় আমার পথ শুদ্ধ রুদ্ধ করি।
ভবে, ভবঘুরে ঘুরিফিরি, খাই না-খাই, ঘুম-নির্ঘুম, দুঃখ সুখ এক করি ভাসাই উজান তরী।
আমাকে চেয়ো না থামাতে, কিছুটা নামাতে, পিছু হটাতে, ঘটাতে বিপরীত, অন্য কিছু।
আমি মেঘ রোদ বৃষ্টি, আঁগ-পোড়া দৃষ্টি, স্রষ্টার আজব এক সৃষ্টি, পাহাড় পাতাল উঁচুনিচু।
এই প্রশস্ত বুক দীর্ঘ দেহ, নিষ্ঠুর কঠোর, সমুদয় হৃদয়হীন, আমাকে থামাতে চেয়ো না,
ঠিকানাহীন বেদুঈন, ধেয়ে চলি বাধাহীন, আমি আমার এক পৃথিবী, আমিই আমার আয়না।