কেউবা আছে, সে রাতারাতি আঙুল ফোলে কলাগাছ,
সকাল বেলা বুক ফুলিয়ে উচ্চ করে গলার আওয়াজ।
কেউবা আছে ভীষণ নিঃস্ব হয়ে রাতারাতি পথে বসে,
সর্বহারা দিশেহারা মানুষও মানিয়ে নেয় মুচকি হেসে।
কেউবা খুব উঠতে উঠতে হঠাৎ ধপাস পড়ে মাটিতে,
শেকড় কেটে উপরে ওঠে অবজ্ঞা দেয় নিজ ঘাঁটিতে।
কেউবা আবার না-চাইতেই সব পেয়ে যায় ভাগ্যবান।
ভালো মন্দ, যে যাই পায়, সমস্তই সে আল্লাহ'র দান।
জীবনের এ সমীকরণ বড্ড জটিল, বুঝার নাই মগজ,
জীবন যুদ্ধে লড়তে লড়তে গড়তে হয় মরণ, সহজ!?